ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

আচরণবিধি লঙ্ঘনে এগিয়ে সাকিব-তামিমরা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২১, ১৬:৩৩  
আপডেট :
 ১৬ মার্চ ২০২১, ১৬:৩৮

আচরণবিধি লঙ্ঘনে এগিয়ে সাকিব-তামিমরা

আচরণবিধি নিয়ে কঠোর অবস্থানে আইসিসি। খেলার মাঠে ক্রিকেটারদের আচরণবিধি লঙ্ঘনে ক্ষতিগ্রস্ত হয় দল। খেলোয়াড়দের প্রোফাইলেও যুক্ত হয় ডিমেরিট পয়েন্ট। ক্রিকেট মাঠে আচরণবিধি নিয়ে গাইডলাইনও করেছে আইসিসি। কিন্তু এত সতর্কতার মধ্যেও আচরণবিধি লঙ্ঘনে এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা।

আচরণবিধি ভাঙার হিসাব করলে উল্টো দিকে আছে ইংল্যান্ড, ২০১৮ সালের এপ্রিলের পর থেকে স্টোকস-রুটরা আচরণবিধি ভেঙেছেন ১২ বার। এর চেয়ে বেশি আর কোনো দল ভাঙেনি।

গত তিন বছরে আচরণবিধি ভাঙার হিসাবে বাংলাদেশ আছে তালিকায় ইংল্যান্ডের পরেই, সাকিব-তামিমরা আচরণবিধি ভেঙেছেন ১১ বার। তবে হিসাবটা যখন করা হবে ম্যাচপ্রতি আচরণবিধি ভাঙার, তখন আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবার ওপরে থাকবে বাংলাদেশই। ম্যাচপ্রতি বাংলাদেশ গড়ে ০.১২ বার আচরণবিধি ভেঙেছে, দুইয়ে থাকা ইংল্যান্ড ভেঙেছে ০.১১ বার।

আচরণবিধি ভাঙায় ১৬ ডিমেরিট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার ২৪, ২ পয়েন্ট নিয়ে আছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত