ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

মরগ্যানের অধিনায়কত্বে ক্ষুব্ধ ম্যাককালাম

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২১, ১৮:০৯

মরগ্যানের অধিনায়কত্বে ক্ষুব্ধ ম্যাককালাম

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ সালের আসন্ন ম্যাচগুলির জন্য তার দলে কিছু পরিবর্তন হবে। তিনি আশাবাদী যে দল এবং ভেন্যু পরিবর্তনের কারণে তাদের প্রচার আবারো ট্র্যাকের উপরে ফিরে আসবে। রোববার আরসিবির বিপক্ষে কেকেআর ৩৮ রানের পরাজয়ের মুখোমুখি হয়েছিল, এই মৌসুমে এটি তাদের দ্বিতীয় পরাজয়।

ম্যাককালাম বলেছিলেন, 'আমরা সম্ভবত এমন খেলোয়াড় চাই যারা সতেজ, আশা করি দলে কিছুটা পরিবর্তন আসবে।'

মুম্বাইয়ের ম্যাচের কারণে ভেন্যুটিও বদলে যাবে। চেন্নাইয়ে এ পর্যন্ত কেকেআর তিনটি ম্যাচ খেলেছে, যেখানে তারা শেষ দুটি ম্যাচে হেরেছে। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, 'নতুন ভেন্যু হবে তবে কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা পরের দুটি খেলায় ভাল প্রত্যাবর্তন করতে পারি।'

বরুণ চক্রবর্তী তার প্রথম ওভারে দুটি উইকেট নিয়েছিলেন, কিন্তু কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান বোলিং থেকে সরিয়ে দেন, ম্যাককালাম সমালোচিতও হন। ম্যাককালাম বলেছিলেন, 'আমাদের সেই সময় চক্রবর্তীকে বোলিং থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল না। ওভারের পরে সেগুলি মুছে ফেলা একটি ভুল ছিল। আমরা এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে তাদের ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু আমাদের পরিকল্পনা কার্যকর হয়নি।'

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ম্যাককালাম বলেছিলেন, 'মনে হচ্ছে তিনি একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন। তিনি আত্মবিশ্বাসী দেখাচ্ছেন। তারা ম্যাচটি ধরে আমাদের গ্রিপ কেড়ে নিয়েছিল। প্রতিপক্ষ দলের উপর অনেক চাপ রেখে বিশ্বমানের খেলোয়াড়রাও তাই করেন।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত