ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

শেষ ম্যাচে জামালরা ৩ জন নিষিদ্ধ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২১, ১২:০৯

শেষ ম্যাচে জামালরা ৩ জন নিষিদ্ধ
ফাইল ছবি।

বাংলাদেশ আগামী ১৫ জুন নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে। আগের দেখায় ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ খেলছেন না বলে জানা গেছে।

কাতারের দোহায় হতে যাওয়া এই ম্যাচে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকার কথা নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে।

আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে দর্শক হিসেবে থাকতে হচ্ছে তাদের। ফলে অনেকটা চিন্তিত বাংলাদেশ ফুটবল দল। নিষেধাজ্ঞার ঘটনা ছাড়া মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন। তাই তিন গোলকিপার ছাড়া ডের হাতে এখন আছেন ১৭ জন খেলোয়াড়!

এমনিতে বাছাইয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে। তাই ওমান ম্যাচের আগে লাল-সবুজ শিবিরে নিষেধাজ্ঞা ও চোট বড় ধাক্কার সংবাদই। এর ফলে ওমানের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, বাছাইয়ের শেষ ম্যাচে আমাদের প্রতিপক্ষ ওমান। তারা খুবই ভালো দল। র‌্যাঙ্কিংয়ে তারা ভারতের চেয়ে এগিয়ে। শেষবার যখন তাদের বিপক্ষে খেলেছিলাম, ৪০-৪৫ মিনিট ভালো করেছিলাম। তারা তাদের মান দেখিয়েছিল। আমরা চেষ্টা করবো পয়েন্ট নেয়ার। যদি কিছু পাই তাহলে সেটা হবে দারুণ অর্জন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত