ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

অলিম্পিক ইতিহাসে প্রথম তৃতীয়লিঙ্গের হুবার্ড

  খেলা ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৬:২৯

অলিম্পিক ইতিহাসে প্রথম তৃতীয়লিঙ্গের হুবার্ড
সংগৃহীত ছবি

অলিম্পিকের ইতিহাসে এই প্রথম তৃতীয়লিঙ্গের অ্যাথলেট হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের লরেল হুবার্ড। ৪৩ বছর বয়সী এই নারী একজন ভারোত্তোলক।

মেয়েদের ৮৭ কেজি সুপার হেভিওয়েট বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন হুবার্ড। ইতিমধ্যে তিনি ছাড়পত্র পেয়েছেন অলিম্পিকে যাওয়ার। নিউজিল্যান্ডের অনেক মানুষ তাকে এরই মধ্যে সমর্থন করেছেন বলে তিনি কৃতজ্ঞ ও আপ্লুত।

ঠিক ৩ বছর আগে লরেল হুবার্ড জানান, কমনওয়েলথ গেমসে তার হাত ভেঙেছিল, তখন অনেকের কাছ থেকে তাকে শুনতে হয়েছিলো তার কেরিয়ার এখানেই শেষ। তবে আবারো সেই মানুষের সমর্থনেই তিনি ফিরে আসতে পেরেছেন।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কিছু শর্ত আছে রূপান্তরকামী অ্যাথলিটদের জন্য। কিন্তু হুবার্ড সেই সব শর্ত ইতিমধ্যেই পূরণ করেছেন। ২০১৩ সালে ৩৫ বছর বয়সে লিঙ্গ পরিবর্তন করেন এই অ্যাথলিট।

বাংলাদেশ জার্নাল/এনআর/আরএ

  • সর্বশেষ
  • পঠিত