ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে সকলে বৈধ

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে সকলে বৈধ
ছবি সংগৃহীত

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে জমা পড়া ৪৯টি মনোনয়নপত্রের সবই বৈধ বলে বিবেচিত হয়েছে। তবে বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ও একই পদের প্রার্থী কবিরুল ইসলাম শিকদারের মনোনয়নপত্রে সমর্থকের সই নিয়ে আপত্তি ছিল।

মঙ্গলবার শুনানী শেষে সেটাও বৈধ বলে গ্রহন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান। তার কথায়, ‘কবির শিকদারের মনোনয়নপত্রে সমর্থক হিসেবে সই করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর তারিকুল আনাম। যদিও পরে তিনি আপত্তি দিয়েছিলেন যে, ওই সই তার নয়। বিষয়টি যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার কবির শিকদারের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচনা করেছেন।’

২৪ কার্যনির্বাহী সদস্যের বিপরীতে ৪৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যার মধ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ২৬টি, জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক শাটলার, সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান স্পোর্টিং ক্লাবের জোবায়েদুর রহমান রানার প্যানেলে জমা পড়েছে ২২টি মনোনয়নপত্র। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে একটি জমা দিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

  • সর্বশেষ
  • পঠিত