ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কাল থেকে শুরু প্রিমিয়ার লিগ ফুটবল

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫

কাল থেকে শুরু প্রিমিয়ার লিগ ফুটবল

প্রথমে সাত ভেন্যুতে শুরু হওয়ার কথা ছিলো প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। সেখান থেকে কমে চারে, পরে তিনে আসে। সর্বশেষ মঙ্গলবার দুই ভেন্যুতে লিগের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে বলে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই হিসেবে বৃহস্পতিবার টঙ্গীর শহিদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুইটি খেলা অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে তিনটায় টঙ্গীতে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসার নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। একই সময়ে মুন্সিগঞ্জে গত আসরের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। বাংলাদেশ ফুটবলের ইতিহাসের প্রথম দল হিসেবে নিজেদের মাঠে খেলার অপেক্ষায় ছিলো বসুন্ধরা কিংস। কিন্তু হোম ও অ্যাওয়ে ম্যাচের ইস্যুর টানাপোড়নে শেষ পর্যন্ত নিজেদের মাঠে খেলা হচ্ছে না লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

ভেন্যু নিয়ে লিগ কমিটি মঙ্গলবার রাতে জরুরি সভায় বসেছিলো। সেখানেই সিদ্ধান্ত হয়েছে লিগের প্রথম পর্বের খেলাগুলো মাত্র দুই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়াম (টঙ্গী), শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম (গোপালগঞ্জ), সিলেট জেলা স্টেডিয়াম, মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম (রাজশাহী), কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স-এই সাত ভেন্যুতে লিগ আয়োজনের কথা জানিয়েছিলো বাফুফে।

পরের সিদ্ধান্তে লিগের ভেন্যু নেমে আসে চারে। বসুন্ধরা কিংস অ্যারেনা, টঙ্গীর শহিদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম-এই চার ভেন্যুতে লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়। এরপর রোববার বাফুফে আর্মি স্টেডিয়াম বাদ দিয়ে তিন ভেন্যুর কথা জানায়। একদিন পরেই ভেন্যু সংখ্যা কমে দুইয়ে নেমে আসে।

এবার লিগে অংশ নিচ্ছে ১২টি দল। দলগুলো হলো- বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড, স্বাধীনতা ক্রীড়াসংঘ, পুলিশ ফুটবল ক্লাব, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/কেএ

  • সর্বশেষ
  • পঠিত