ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আগস্টের শেষ সপ্তাহে এশিয়া কাপ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০২:৪৮

আগস্টের শেষ সপ্তাহে এশিয়া কাপ
ফাইল ছবি

আগেই জানা গিয়েছিলো আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের পরিবর্তে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। এবার তা শুরুর তারিখও জানা গেলো। আগামী ২৭ আগস্ট শ্রীলংকায় শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইটি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গত শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এবারের আসর ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি খেলবে এই টুর্নামেন্টে। এবং অন্য একটি দল টুর্নামেন্টে অংশ নিবে বাছাই পর্ব পেরিয়ে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংকে নিয়ে বাছাই পর্ব শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।

এছাড়া এশিয়া কাপের পরপরই মাঠে গড়াবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে হিসেবে বিশ্বকাপের কথা চিন্তা করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

উল্লেখ্য, এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। করোনাভাইরাসের কারণে গতবার মাঠে গড়ায়নি এশিয়া কাপ। ১৯৮৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিলো ২০১৮ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত