ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কঠিন দিনের অপেক্ষায় টাইগার বাহিনী

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ১৩:১১

কঠিন দিনের অপেক্ষায় টাইগার বাহিনী
ছবি- আইসিসি

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার দেয়া ৪৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৯ রান। তৃতীয় দিনে ব্যাট করতে নামার আগে ব্যাফফুটেই রয়েছে টাইগার বাহিনী।

প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া ওপেনার মাহমুদুল হাসান জয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে খুলতে পারেননি রানের খাতা। তামিম ইকবাল ৪৭, নাজমুল হোসেন শান্ত ৩৩, মুমিনুল হক ৬ ও লিটন দাস ১১ রানে ফেরায় শঙ্কা জাগে ফলোঅনে পড়ার।

দ্বিতীয় দিন শেষে ৩০ রানে মুশফিকুর রহিম ও ৮ রানে অপরাজিত থাকা ইয়াসির আলী রাব্বিকে আজ দলের দায়িত্ব নিতে হবে। ৩১৪ রানে পিছিয়ে থাকার বিশাল চাপ মাথায় নিয়েই মোকাবিলা করতে হবে দক্ষিণ আফ্রিকার বোলারদের।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও মনে করিয়ে দেন তৃতীয় দিন কতটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। কেননা দিন যত যাচ্ছে, উইকেট হয়ে উঠছে তত স্পিন সহায়ক। তৃতীয় দিনে স্পিনারদের খেলা কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন জেমি।

বাংলাদেশ জার্নাল/ রাজু/এসএস

  • সর্বশেষ
  • পঠিত