ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

অবসরের ঘোষণা অলিম্পিক জয়ী বক্সার আমির খানের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২২, ১৯:৩৪

অবসরের ঘোষণা অলিম্পিক জয়ী বক্সার আমির খানের
সাবেক ইউনিফাইড বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান। ছবি: বিবিসি।

১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের পর বক্সিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক ইউনিফাইড বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান। শুক্রবার বিবিসি এ খবর জানায়।

৩৫ বছরের ব্রিটিশ এ বক্সার একজন সাবেক ইউনিফাইড লাইট-ওয়েল্টারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ২০০৪ এথেন্স অলিম্পিকে রৌপ্যও জেতেন। সে সময় ষষ্ঠ রাউন্ডে নকআউটে তার চূড়ান্ত লড়াই ছিল প্রতিদ্বন্দ্বী কেল ব্রুকের বিরুদ্ধে, যিনিও গত সপ্তাহে অবসর নিয়েছেন।

নিজের অবসরের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে আমির খান বলেন, ‘এটি আমার গ্লাভস ঝুলিয়ে দেয়ার সময়।’ তিনি বলেন, ‘আমি ২৭ বছরেরও বেশি সময় ধরে এমন একটি আশ্চর্যজনক ক্যারিয়ার পেয়ে নিজেকে ধন্য মনে করছি।’

২০০৫ সাল থেকে পেশাদার বক্সার হয়ে ৩৪টি জয় এবং ছয়টি পরাজয়ের সাথে ক্যারিয়ার শেষ করেন তিনি। আমির খান বলেন, ‘আমি যে অবিশ্বাস্য দলগুলোর সাথে কাজ করেছি, তাদের প্রতি এবং আমার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীরা আমাকে যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত