ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জার্মান বক্সারের মৃত্যু

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২২, ১১:২৮  
আপডেট :
 ২০ মে ২০২২, ১১:৩৮

ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জার্মান বক্সারের মৃত্যু

ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুসা ইয়ামাক নামে এক জার্মান বক্সারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানায়, মিউনিখে অনুষ্ঠিত উগান্ডার হামজা ওয়ান্ডেরার বিপক্ষে ম্যাচের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন মুসা ইয়ামাক। দর্শকদের জন্য এই ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিলো।

দ্বিতীয় রাউন্ডে ওয়ান্ডেরার একটি ঘুষিতে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলেন ইয়ামাক। তবে তার মৃত্যু সে কারণে হয়নি। তৃতীয় রাউন্ডে খেলতে নামার জন্যে তৈরিও হয়ে গিয়েছিলেন। কিন্তু রাউন্ড শুরু হওয়ার আগেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ছুটে আসেন এবং তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, তুর্কি বংশোদ্ভূত এই বক্সার ২০১৭ সালে পেশাদার বক্সিংয়ে আসেন। ২০২১ সালে ডব্লিউবিএফএড আন্তর্জাতিক শিরোপা জেতার পর তিনি জনপ্রিয় হয়ে উঠতে থাকেন। তার ক্যারিয়ার রেকর্ড ছিল ৮-০। তিনি তার পুরো পেশাদার ক্যারিয়ারে বক্সিং রিংয়ে একটা ম্যাচেও হারেনি।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত