ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

পোল্যান্ডকে গোল বন্যায় ভাসালো বেলজিয়াম

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২২, ১১:৪৭

পোল্যান্ডকে গোল বন্যায় ভাসালো বেলজিয়াম
ছবি- উয়েফা

উয়েফা ন্যাশনস লিগের শুরুটা হয়েছিলো বেশ বাজেভাবে। নেদারল্যান্ডের কাছে ৪-১ গোলে হেরে ব্যাকফুটেই চলে গিয়েছিলো ফিফা র‍্যাংকিংয়ের দুই নাম্বার দল বেলজিয়াম। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো ডি ব্রুইন-হ্যাজার্ডরা। এটাকে অবশ্য শুধু ঘুরে দাঁড়ানো বললে ভুলই হবে, নিজেদের মাটিতে পোল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দলই মাঠে নেমেছিলো পূর্ণশক্তির একাদশ নিয়েই। ঘরের মাঠে বেশ গোছালো ফুটবলও উপহার দেয় বেলজিয়াম। কিন্তু গোল মিসের মহড়ায় স্বাগতিক দর্শকদের বারবার হতাশ করেন বেলজিয়াম।

উল্টো স্বাগতিকদের হতাশ করে ম্যাচের ২৮ মিনিটে এসে প্রথম গোল পায় পোল্যান্ড। রবার্ট লেভান্ডভস্কির দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় পোলিশরা। তবে ম্যাচে পোল্যান্ডের সুখস্মৃতি বলতে এটুকুই। প্রথম ম্যাচে হেরে বিপর্যস্ত বেলজিয়াম, এই ম্যাচেও প্রথমে গোল খেয়ে ব্যাকফুটে হ্যাজার্ডের দল। তখনই যেন সম্বিৎ ফিরে পায় বেলজিয়াম। এরপর যা হলো সেই স্মৃতি হয়তো ভুলেই যেতে চাইবেন পোল্যান্ডের ফুটবলাররা।

প্রথমার্ধ্বের শেষদিকে বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল। ৪২তম মিনিটে টিমোথি কাস্টেনের বাড়ানো পাসে বক্সের বাইরে থেকে ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান উইটসেল।

বিরতি থেকে ফিরে যেন জাদুমন্ত্র বলেই আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়াম। দ্বিতীয় হাফে গুনে গুনে পাঁচ গোল দেয় পোল্যান্ডের জালে। ৫৯ মিনিটে হ্যাজার্ডের পাস থেকে দলকে ২-১ এ এগিয়ে নেনে ডি ব্রুইন। ৭৩ মিনিটে দলকে ৩-১ গোলের লিড এনে দেন লিয়েন্দ্রো ট্রসার্ড। ৮০ মিনিটে নিজের জোড়া গোলের সাথে দলকে ৪-১ এ এগিয়ে নেন ট্রসার্ড।

মিনিট তিনেক পরেই আবারও বেলজিয়ামের গোল উৎসব। লিয়েন্ডার ডেন্ডনকারের গোলে ব্যাবধান ৫-১ করে বেলজিয়াম। খেলার শেষ মুহুর্তে এসে পোলিশদের কফিনে শেষ পেরেক ঠুকেন মাত্র মিনিট চারেক আগে বদলি হিসেবে নামা লইস অপেন্দা।

শেষমেশ ৬-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। এদিকে গ্রুপের আরেক ম্যাচে শেষ মুহুর্তের রোমাঞ্চে ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরেই রাখলো নেদারল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচের জয়ে দুই ম্যাচে ১ জয় ও ১ হারে নিয়ে দুই নাম্বারে আছে বেলজিয়াম। একই পয়েন্ট নিয়েও গোল ব্যব্ধানে পিছিয়ে থেকে তিনে পোল্যান্ড।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত