ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৪১

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। অন্যদিকে সেমিফাইনালের অপর ম্যাচে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে রেশমার করা গোলে এগিয়ে গিয়েছিলো নেপাল। ওই গোল ধরে রেখে মাঠ ছেড়েছে হিমালয়ের কন্যারা। ভারত শত চেষ্টা করেও নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেনি।

ভারতের বিদায়ে এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট। আগের ৫ আসরের চ্যাম্পিয়ন ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ কিংবা নেপালের ঘরে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি।

নেপাল এ নিয়ে ৫ বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। আগের চারবারই ফাইনালে তারা হেরেছে ভারতের কাছে। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

নারীদের সাফে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ফাইনাল খেলা। সেবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিলো লাল সবুজের প্রতিনিধিরা। এবার অপেক্ষা সেই আক্ষেপ ঘোচাবার।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত