ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

নেইমারসহ রিয়ালের চেয়ে বার্সেলোনা ভালো: ইনিয়েস্তা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৯:২৩

নেইমারসহ রিয়ালের চেয়ে বার্সেলোনা ভালো: ইনিয়েস্তা

বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন তার দলে নেইমারের ফেরার কোন সম্ভাবনা নেই। এমনকি নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিলেও বার্সেলোনাই সেরা থাকবে বলে জানিয়েছেন ইনিয়েস্তা।

গত আগস্টে রেকর্ড পরিমান ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন এই ব্রাজিলীয় তারকা। যা তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের আসনে। তবে ফরাসি রাজধানীর ওই ক্লাবে নেইমার খুশিতে নেই বলে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছে।

এমন ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে নেইমারের দিকে রিয়াল মাদ্রিদের ঝুকে পড়া। নতুন করে তাকে লা-লীগায় ফিরিয়ে আনার প্রচেস্টা চলছে বলেও ব্যপক গুঞ্জন শুরু হয়েছে। দানি কাভারজাল, মার্কো অ্যাসেনসিও সহ লা-লীগা তারকারা ২৬ বছর বয়সী ব্রাজিলীয়কে সান্তিয়াগো বার্নব্যুতে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

লীগ ওয়ানে মাত্র এক সেশন খেলে বার্সেলোনায় ফেরাটাও নেইমারের জন্য হয়ে যাবে এক ধরনের প্রতারণা। যে রকম বিতর্কে জন্ম দিয়ে ব্রাজিলীয় তারকা বার্সেলোনা ছেড়েছেন এরপর সেখানে তার ফিরে আসাটা বস্তবসম্মত মনে হচ্ছেনা ইনিয়েস্তার।

স্প্যানিশ রেডিও শো’ এল লাগুয়েরোকে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমি মনে করি না নেইমার ভবিষ্যতে এখানে ফিরবেন। আপনি যখন কোন স্থান ছেড়ে যাবেন, পরে সেখানে ফিরে আসাটা কঠিন হয়ে পড়ে। এই কারণেই বলছি, অন্য কোন ক্লাবে না গিয়ে তার এখানে প্রত্যাবর্তন করাটা হবে আমার কাছে চরম বিষ্ময়। এখন দেখা যাক কি ঘটে। (মাদ্রিদ) যদি তাকে দলে ভেড়ায় তাহলে তারা বিশ্বসেরা দলের একটিতে পরিণত হবে। তবে আমাদের বর্তমানে যে স্কোয়াডটি রয়েছে সেটি তাদের চেয়ে সেরাই থাকবে।’

এই মুহুর্তে লা-লীগার শিরোপা ঘরে তোলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে কাতালানরা। অবশ্য এখনো নয়টি পর্ব বাকী আছে। এই শিরোপা নিশ্চিত হলে দায়িত্ব গ্রহণের প্রথম মৌসুমেই শিরোপার স্বাদ পাবেন কোচ আরনেস্টো ভালভার্দে। আরো ৩ পয়েন্টে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • পঠিত