ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে এগিয়ে রিয়াল

উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে এগিয়ে রিয়াল

ঘরের মাঠে পুরো ছন্দেই ছিলো বায়ার্ন। ম্যাচের ২৮ মিনিটেই রিয়ালের জাল কাপিয়ে তা প্রমাণও করেন জশু কিমিচ। ৪৪ মিনিটে মার্সেলো রিয়ালকে সমতায় (১-১) ফেরালে আক্রমণের ধারা বেড়ে যায় বায়ার্নের। তবে সে আক্রমণের ধারটা এতো বেশি ছিলো যে একটি মাত্র ‘ভুল পাসে’ উল্টো কাটা পড়লো নিজেরাই। তাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হার দিয়ে মাঠ ছাড়তে হলো বায়ার্ন মিউনিখকে।

২৮ মিনিটে বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন জশুয়া কিমিচ। মাঝমাঠ থেকে হামেশ রড্রিগেজের বাড়ানো বল থেকে ডান পাশ দিয়ে ডিবক্সে ঢুকে মুলার-লেভেন্ডোস্কিদের উদ্দেশ্যে ক্রস না দিয়ে নিজেই গোলমুখে শট নিয়ে রিয়ালের জাল কাটান বায়ার্নের ২৩ বছর বয়সী এই রাইট ব্যাক।

ম্যাচের অর্ধেক না যেতেই দুইটা খেলোয়াড় পরিবর্তন করে মনস্তাত্বিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়ে হেইঙ্কেসের দল। সেই সুযোগে প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার অসাধারণ শটে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান মার্সেলো। পিএসজি, জুভেন্টাসের পর বায়ার্নের বিপক্ষেও গোল করলেন এই ব্রাজিলিয়ান লেফট ব্যাক।

বিরতির পরপরি ইস্কোর পরিবর্তে আসেনসিওকে মাঠে নামান কোচ জিনেদিন জিদান। আর তাতেই বাজিমাত করে ফেলে রিয়াল। ৫৭ মিনিটে কাউন্টার এটাক থেকে ভাস্কুয়েজের কাছ থেকে বল পেয়েই গোল করেন আসেনসিও। দুইটি অ্যাওয়ে গোল দিয়ে অনেকটা নির্ভার হয়ে খেলতে থাকে রিয়াল সেই সাথে ডিফেন্সটাও বেশ পোক্ত করে নেয় জিদানশিষ্যরা। ৬৯ মিনিটে রিবেরির শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় বাভারিয়ানরা।

৮৮ মিনিটে আবারো গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেন লেভেন্ডোস্কি। ১-২ গোলের হার নিয়েই ম্যাচ শেষ করে বায়ার্ন। পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। বলার মতো তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ১১ ম্যাচ পর গোল বঞ্চিত থাকতে হলো তাকে। ২-১ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে রিয়াল। বড় কোনো অঘটন না ঘটলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার পথে জিনেদিন জিদানের দল। বিএএফ/

  • সর্বশেষ
  • পঠিত