ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

এশিয়ান গেমস হকি

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৫৪  
আপডেট :
 ২৬ আগস্ট ২০১৮, ১৭:০১

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

র‍্যাংকিংয়ের ৪৭ নম্বরে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বরাবরই ফেভারিট ৩১ নম্বরে থাকা বাংলাদেশ। এশিয়ান গেমসেও এর ব্যতিক্রম হয়নি।

জিবিকে হকি স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করলো বাংলাদেশ হকি দল। এতেই আগামী আসরের এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশগ্রহণ করতে হবে না জিমিদের। আগামী আসরে সরাসরি সুযোগ পাবে চূড়ান্ত পর্বে।

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ওমানকে ২-১ গোলে হারিয়ে শুভ সুচনা করে ফরহাদ হোসেন শিটুল বাহিনী। এরপর কাজাকিস্তানের সাথে কমপক্ষে আটটি গোলের সহজ সুযোগ নস্ট করেও ৬-১ গোলে হারায় লাল সবুজরা। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে হার ৭-০ ব্যাবধানে। চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারালো জিমিদের দল।

নিজেদের সীমিত সামর্থ্য এবং কঠিন বাস্তবতা মাথায় রেখেই ইন্দোনেশিয়া যাবার আগেই বাংলাদেশ জাতীয় যুব হকি দল বলে গিয়েছিল সেই কথাটি, ‘এবারের এশিয়ান গেমসে আমরা কমপক্ষে ষষ্ঠ স্থান অর্জন করতে চাই।’ পয়েন্ট টেবিলের অবস্থা অনুযায়ী বাংলাদেশ এখন পঞ্চম স্থানের লড়াইয়ে টিকে আছে। তবে গ্রুপের (‘বি’) শেষ ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে হকির আরেক পরাশক্তি পাকিস্তানকে। ওই ম্যাচটি হবে ২৮ আগস্ট। পাকিস্তানের বিপক্ষে জেতাটা বলতে গেলে অসম্ভবই। তাই সমীকরণে ষষ্ঠ স্থান অর্জন করতে থাইল্যান্ডকে হারানোর বিকল্প ছিল না বাংলাদেশের। জিমিদের দল আজ সেটিই করলো।

বি পোলের বাকি ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় শীর্ষ আসনে থাকা শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পঠিত