ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশের সংগ্রহ ২৫৫

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৫০  
আপডেট :
 ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯

বাংলাদেশের সংগ্রহ ২৫৫

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিক বাংলাদেশ তুলেছে ২৫৫ রান। জিততে হলে ক্যারিবীয়দের এই রানেই আটকাতে হবে। আর জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।

প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। তাই ওপেনিং সামলাতে আগের ম্যাচের মত ব্যাট হাতে নেমেছেন তামিম-লিটন জুটি। কিন্তু ম্যাচের ২য় ওভারে ওশানা থমাসের ১৪০+ গতির ডেলিভারি সরাসরি লিটনের পায়ের এঙ্কেলে আঘাত হানে। ব্যাথায় আর উঠে দাড়ানোর অবস্থা তৈরি করতে পারেননি লিটন। যার কারণে ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

লিটনের পর তামিমের সঙ্গী হয়ে ক্রিজে এসেছেন ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে নামা ইমরুল টিকতে পারলেন না থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন তিনি।

পরে মুশফিক-তামিমের দুর্দান্ত পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। দু'জনই তুলে নেন অর্ধ-শতক। মুশফিক ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি পান, আর তামিম ৪৩তম ফিফটির দেখা পান। অর্ধশতক করেই দলীয় ১২৫ রানে বিশুকে উড়িয়ে মারতে যান তামিম। ফলাফল বাউন্ডারি লাইনে দাঁড়ানো কেমার রোচের তালুবন্দী। ৬৩ বলে অর্ধশতক করে সাজঘরে ফিরতে হল তাকে। এরপর দলের স্কোরকার্ডে ৭ রান যোগ হতেই ব্যক্তিগত ৬২ রানে ফিরলেন মুশফিক। ইনিংসের ২৬.৪ ওভারে থমাসের বলে শাই হোপের তালুবন্দী হন তিনি।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ১১১ রানের জুটি ভাঙলে রানের চাকা শুরুতে শ্লথ হয়ে গিয়েছিলো। অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের শততম ম্যাচে স্কোর বোর্ড সচল রেখে ব্যাট করেছেন। কিন্তু দলীয় ১৯৩ রানের মাথায় রোভম্যান পাওয়েলের বলে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী হন হেটমেয়ারের। মাহমুদউল্লাহ ফিরেছেন ব্যক্তিগত ৩০ রানে।

থমাসের তৃতীয় শিকারে ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন সৌম্য সরকার। সৌম্যের বিদায়ের পর আবারো ব্যাট হাতে নামেন লিটন দাস। সাকিব ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম ফিফটি তুলে নেন। বেশিক্ষণ টিকতে পারেননি লিটন, ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন তিনি। দলীয় ২৩৪ রানের মাথায় বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায়।

ইনিংসের ৪৭তম ওভারে কেমার রোচের বলে বোল্ড হন সাকিব। দলীয় ২৩৯ রানের মাথায় বিদায় নেওয়ার আগে সাকিব ৬২ বলে ছয়টি চার আর একটি ছক্কায় ৬৫ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে মাশরাফি বিন মর্তুজা ৬ রানে এবং মেহেদী হাসান মিরাজ ১০ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচ দিয়ে অনন্য রেকর্ড ছুঁলেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার নজির গড়লেন তিনি। ৬৯ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে এতদিন রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের দখলে। এবার তাকে ধরে ফেললেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

অবশ্য নিজের রেকর্ডের দিনে টস ভাগ্যকে পাশে পাননি মাশরাফি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে ব্যাকফুটে উইন্ডিজ। এ ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। এ লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। ওপেনার কাইরন পাওয়েলের স্থানে ঢুকিয়েছে চন্দ্রপল হেমরাজকে।

তবে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। গত ম্যাচে সেরা একাদশই আছে। এ ম্যাচ দিয়ে অন্যরকম সেঞ্চুরি স্পর্শ করলেন টাইগার পঞ্চপাণ্ডব। একসঙ্গে ১০০তম ম্যাচ খেলছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। এ ম্যাচ জিততে পারলেই তিন ম্যাচে ২-০ সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কেমো পল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু, ওশানে থমাস।

  • সর্বশেষ
  • পঠিত