ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ক্রিস গেইলের ৫০০

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১

ক্রিস গেইলের ৫০০

কিছুদিন আগেই আফ্রিদীর রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাকানোর রেকর্ড গড়েছিলেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল । এবার নিজেকে নিয়ে গেছেন আরো অনন্য উচ্চতায়। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা হাকানোর অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফ্রিদীর রেকর্ড ভেঙেছিলেন ক্রিস গেইল। সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ৪১৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে উইন্ডিজকে দারুণ সুচনা এনে দেন ক্রিস গেইল। ম্যাচের ১৭ তম ওভারের শেষ বলে আদিল রশিদকে বিশাল ছক্কা হাকিয়ে ৫ আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা হাকানোর রেকর্ড গড়েন গেইল। সেই সাথে সব মিলিয়ে ১০০০০ রানও পূরণ করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার ৫০০টি ছক্কা মেরেছেন। এই কৃতিত্ব গড়তে ৫১৬ আন্তর্জাতিক ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের টি-টোয়েন্টিটে ১০৩টি ছক্কা রয়েছে। এক দিনের ক্রিকেটে রয়েছে ৩০০ টি এবং টেস্টে ৯৮টি।

  • সর্বশেষ
  • পঠিত