ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ফিলিস্তিনের কাছে হারলো বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ০০:৩৯

ফিলিস্তিনের কাছে হারলো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে বাহরাইনের পর ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো ফিলিস্তিনের বিপক্ষেও হার ০-১ গোলে। নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাহরাইনের ইসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে গোলরক্ষক পাপ্পু হোসেনের ভুলে গোল হজম করে বাংলাদেশ। প্রায় ৩০ গজ দূর থেকে আলী আবদাল্লাহর জোরালো শটে ফ্লাইট মিস করেন এ গোলরক্ষক। বল তার হাতে লেগে জালে জড়ায়। ম্যাচের আগে ওয়ার্মআপে পাওয়া চোটের কারণে এ ম্যাচ খেলতে পারেননি নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

৭০ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের থ্রু-পাস ধরে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলরক্ষক ওমর নাহফাউয়িকে কাটিয়ে গোলমুখ খুলে নিয়েছিলেন মতিন মিয়া। কিন্তু বসুন্ধরা কিংস ফরোয়ার্ডের দুর্বল শট গোলমুখ থেকে প্রতিহত করেন এক ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে এমন একাধিক সুযোগ সৃষ্টি করেও সমতায় আসতে পারেনি বাংলাদেশ।

‘মানসম্পন্ন দুটি দলের বিপক্ষে আমরা লড়াই করেছি। ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আমরাই ম্যাচ নিয়ন্ত্রণ করেছি’—ম্যাচের পর বলছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে।

ফিলিস্তিন কোচ আয়মান সান্দৌকাও একই কথা বললেন, ‘আমাদের ক্লান্তির সুযোগ নিয়ে বিরতির পর বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে।

  • সর্বশেষ
  • পঠিত