ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

দেশে ফিরছেন মাশরাফি-তামিমসহ ৫ ক্রিকেটার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৪:৩১

দেশে ফিরছেন মাশরাফি-তামিমসহ ৫ ক্রিকেটার

ইতিহাস গড়ে শিরোপা জিতে শেষ হল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপের আগে যে কয়দিন সময় থাকবে ওই সময়টি পরিবারের সঙ্গে কাটাবেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।

পরিবারকে সময় দিতে মাশরাফি ডাবলিন থেকে দেশে ফিরছেন। সেটি দুই অথবা তিনদিনের জন্য। ছুটি শেষে মাশরাফি ফিরে যাবেন ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিতে। ওপেনার তামিম ইকবাল অবশ্য দেশে আসছেন না। দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে সেখান থেকেই বিশ্বকাপের বিমান ধরবেন। মাশরাফির সঙ্গে দেশের পথে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে থাকা তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা ও নাইম হাসান।

আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছাড়ার আগেই জানা গিয়েছিল, ত্রিদেশীয় সিরিজ শেষে বেশ কয়েকজন ক্রিকেটার ফিরে আসবেন। যারা পুনরায় বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরুর আগেই যোগ দেবেন দলের সঙ্গে।

গতকাল রাতে ঐতিহাসিক জয়ের পরই শুরু হয়ে যায় মাশরাফি, তামিমদের ব্যাগ প্যাকের কাজ। তামিম-মাশরাফি ছাড়া বিশ্বকাপের স্কোয়াডে বাকি ১৩ সদস্য গেলো টিম হোটেলে। তামিম-মাশরাফিরা ছুটলেন বিমানবন্দরে। ফ্লাইট ধরার তাড়া! তাদের সঙ্গে দেশে ফিরছেন বিশ্বকাপ দলে না থাকা যে চারজন ত্রিদেশীয় টুর্নামেন্টের স্কোয়াডে থাকা-ইয়াসির আলি, ফরহাদ রেজা, নাঈম হাসান ও তাসকিন আহমেদ।

তামিম ইকবাল অবশ্য দেশে ফিরছেন না। তামিম মাশরাফিদের সঙ্গে একই বিমানে যাচ্ছেন দুবাই পর্যন্ত। তামিমের পরিবার আপাতত দুবাইয়ে অবস্থান করছে। পরিবার সঙ্গে নিয়ে তামিমও লন্ডন ফিরবেন বুধবার। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন কার্ডিফে।

মাশরাফিকে অবশ্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়তে হবে আগামী বুধবার। কারণ বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির একটি আয়োজন রয়েছে। লন্ডনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সেদিনই যাবেন কার্ডিফ। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপের দলের সঙ্গে মাশরাফি যোগ দিবেন ২৩ তারিখ কার্ডিফে।

  • সর্বশেষ
  • পঠিত