ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানকে পাত্তাই দিলো না ইংল্যান্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ০০:১৫

আফগানিস্তানকে পাত্তাই দিলো না ইংল্যান্ড

বিশ্বকাপের বড় মঞ্চে রীতিমতো অসহায় আত্মসমর্পনই করছে আফগানিস্তান। এবার ইংল্যান্ড উড়িয়ে দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিকে। মঙ্গলবার স্বাগতিকদের রান পাহাড়ে চাপা পড়েছে গুলবাদিন নাইবের দল। এই জয়ের পথ ধরে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল ইংল্যান্ড।

৮ পয়েন্ট নিয়ে সবার উপরে স্বাগতিকরা। সমান খেলে একই পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। সেরা চারের বাকি দুই দল নিউজিল্যান্ড ও ভারত। দুই দলই চারটি করে ম্যাচ খেলে ৭ পয়েন্ট অর্জন করেছে।

আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৯৭ রান করে ইংল্যান্ড। দলের রেকর্ড ২৫ ছয়ের মধ্যে ১৭টিই মেরেছেন মরগান, ওয়ানডেতে কোনও ব্যাটসম্যানের পক্ষে যা সর্বোচ্চ। এই বিশাল লক্ষ্যে ছুটতে গিয়ে আফগানিস্তান থেমেছে ৮ উইকেটে ২৪৭ রানে।

মাত্র ৭১ বলে মরগান তার ক্যারিয়ার সেরা ১৪৮ রান করেন। এছাড়া ইংল্যান্ডকে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান এনে দিতে জনি বেয়ারস্টোর ৯০ ও জো রুটের ৮৮ রান অবদান রাখে।

৩৯৮ রানের টার্গেট ছোঁয়া সম্ভব না জেনে যতক্ষণ পেরেছে ক্রিজে টিকে থাকার চেষ্টা করেছে আফগানরা। সবচেয়ে বড় অবদান হাসমতউল্লাহ শহীদীর। নবম ফিফটির পথে আসগর আফগানের সঙ্গে চতুর্থ উইকেটে ইনিংস সেরা ৯৪ রানের জুটি গড়েন তিনি। এর আগে রহমত শাহের সঙ্গে তার ৫২ রানের জুটিও ছিল বলার মতো।

১০০ বলে ৭৬ রান করে জোফরা আর্চারের বলে বোল্ড হন হাসমতউল্লাহ। এছাড়া রহমতের ৪৬ ও আসগরের ৪৪ রান আফগানদের লড়াই বাঁচিয়ে রাখে। রহমতের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ার পথে ৩৭ রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব।

ইংল্যান্ডের পক্ষে আর্চার ও আদিল রশিদ তিনটি করে উইকেট নেন। দুটি পান মার্ক উড। ম্যাচসেরা হয়েছেন মরগান।

  • সর্বশেষ
  • পঠিত