ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

যেই তালিকায় গেইলের আগে মাহমুদউল্লাহ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ১৮:১৭

যেই তালিকায় গেইলের আগে মাহমুদউল্লাহ

দুইদিন পর আজ থেকে মাঠে গড়ালো বিশ্বকাপে সেমিফাইনাল পর্ব। ভারত ও নিউজিল্যান্ডে মধ্যকার ম্যাচ দিয়ে আবারো জমজমাট লড়াই ইংল্যান্ডে।

চলতি আসরে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। এই ম্যাচগুলোতে দুর্দান্ত ছক্কা প্রদশর্নী দেখান ব্যাটসম্যানরা। এক ছক্কায় সেরা পাঁচে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছিলেন রিয়াদ। সেই ম্যাচে ৯৮ মিটারের ছক্কা হাঁকান তিনি।

বিশ্বকাপে সেরা পাঁচটি ছক্কা:

১. জেশন হোল্ডার (১০৫ মিটার)- বাংলাদেশের বিপক্ষে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কাটি মেরেছেন জেশন হোল্ডার। তার ছক্কাটি ছিল ১০৫ মিটার।

২. হেটমায়ের (১০৪ মিটার)- হেটমায়ের বাংলাদেশের বিপক্ষে ১০৪ মিটার বিশাল এক ছক্কা মারেন।

৩. আন্দ্রে রাসেল (১০৩ মিটার)- অস্ট্রেলিয়ার বিপক্ষেই ১০৩ মিটার বিশাল এই ছক্কাটি মেরেছিলেন আন্দ্রে রাসেল অ্যাডাম জাম্পার বলে।

৪. মাহমুদউল্লাহ রিয়াদ (৯৮ মিটার)– অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ছক্কাটি মেরেছিলেন রিয়াদ।

৫. ক্রিস গেইল (৯৮ মিটার)- নিউজিল্যান্ডের বিপক্ষে গেইল মেরেছিল এই ৯৮ মিটার বড় ছক্কাটি।

  • সর্বশেষ
  • পঠিত