ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত ফুটবল কন্যা মার্জিয়া-সাজেদা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ১৮:২৮

ডেঙ্গুতে আক্রান্ত ফুটবল কন্যা মার্জিয়া-সাজেদা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন কলসিন্দুরের ফুটবল কন্যা মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন। গত ৭ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। আজ সকাল সাড়ে ১০টার দিকে মমেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে তাদের শরীরে ডেঙ্গু জ্বর পজেটিভ রয়েছে। তাদের চিকিৎসার জন্য সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন বলেন, জুলাইয়ের ২ তারিখ তারা জ্বরে আক্রান্ত হন। পরে ৪ তারিখ রক্ত পরীক্ষা শেষে তারা গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে চলে আসেন। ৭ তারিখ রাতে তারা জানতে পারেন যে তাদের ডেঙ্গু জ্বর হয়েছে। তাই সকালে সিএনজি করে ধোবাউড়া থেকে মমেক হাসপাতালে ভর্তি হন। এসময় তাদের দুই ভাই এবং কলসিন্দুর স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মালা রানী সরকার উপস্থিত ছিলেন।

কলসিন্দুর স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মালা রানী সরকার বলেন, ‘‘মেয়েরা জ্বরে আক্রান্ত হলে ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গতকাল রাতে ফেডারেশন থেকে জানানো হয় তারা দু’জনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাই আজ সকালে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। দেশ বাসীর কাছে দোয়া চাই মেয়েরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

তারা দুজনেই জাতীয় দলের খেলোয়াড়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা আন্তর্জাতিক ফুটবল দল অনুর্ধ্ব-১৯ ও আন্তর্জাতিক নারী ফুটবল দল অনুর্ধ্ব-১৬ ও অন্যান্য দলে খেলেন তারা।

  • সর্বশেষ
  • পঠিত