ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

‘৯-০’ তে বাংলাদেশের লজ্জার হার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০  
আপডেট :
 ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০

‘৯-০’ তে বাংলাদেশের লজ্জার হার

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে জাপানের বিপক্ষে ৯-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বুধবার বিকেল ৩টায় থাইল্যান্ডের চুনবুরিতে জাপানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা।

এর আগে ২০১৭ সালেও জাপান ছিলো বাংলাদেশের গ্রুপে। সে সময় বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছিলো জাপান। এবার অবশ্য ম্যাচ শুরুর আগেই হেরে যেতে রাজী ছিলো না মেয়েরা। সারা বছর ক্যাম্পে থেকে ট্রেনিং করা মারিয়া-আঁখিরা নিজেদের সেরাটা দিয়েই জাপানের সঙ্গে লড়াই করতে চেয়েছিলো। কিন্তু তা আর হলো না।

নারী ফুটবলে জাপান এশিয়ার অন্যতম পরাশক্তি। আর তাই চেষ্টা করলেও কুলিয়ে উঠতে পারেনি বাংলার মেয়েরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে লজ্জার হার হেরেই মাঠ ছাড়তে হলো তাদের।

বাংলাদেশের জালে জাপানী নারীদের প্রথম গোল জড়ায় শুরু মাত্র দুই মিনিটের মাথায়। মানাকার শট দূরের পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে নেয়। চার মিনিট পর সতীর্থের ছোট পাস ধরে মাইকা হামানোর নিচু শট দূরের পোস্টে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

তৃতীয় গোলটি বাংলাদেশ হজম করে ডিফেন্ডার আঁখি খাতুনের হাস্যকর ভুলে। দুর্বল পাসে মোয়ে ওতার পায়ে বল তুলে দেন আঁখি। সহজেই ডিফেন্সের ফাঁক গলে বেরিয়ে বাঁ পায়ের শটে রুপনা চাকমার মাথার পর দিয়ে বল ঠিকানায় পৌঁছে দেন জাপানের এই মিডফিল্ডার।

২১তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে স্কোরলাইন ৪-০ করেন মাইকা। প্রথমার্ধের শেষ দিকে মোমোকোর শট ঠেকাতে ঝাঁপিয়ে পড়া রুপনার হাতে লেগে বল জালে জড়ালে ৫-০ বিশাল ব্যবধানে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

একপেশে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও রক্ষণ জমাট করতে পারেনি বাংলাদেশ। এই অর্ধের শুরুতে হজম করে বসে আরও দুই গোল। ৫৯তম মিনিটে দূরপাল্লার শটে ও পরের মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে রিরিকা তান্নো লক্ষ্যভেদ করলে স্কোরলাইন হয় ৮-০! পরে আরও এক গোল হজম করে বাংলাদেশ।

এই হারের পর টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেলো। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত