ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

প্রোটিয়াদের বিপক্ষে ভারতের রেকর্ড জয়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:২১

প্রোটিয়াদের বিপক্ষে ভারতের রেকর্ড জয়

ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমে গোটা দিনও ব্যাটিং করতে পারলেন না ডুপ্লেসিরা। কার্যত একটা গোটা সেশন বাকি থাকতেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৭.২ ওভারে ১৮৯ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা। ভারত জয় পেল এক ইনিংস ও ১৩৭ রানে। বিশাখাপত্তনম টেস্ট জিতে আগেই ভারত ১-০ সিরিজে এগিয়ে গিয়েছিল। পুনে টেস্ট জিতে এক টেস্ট বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত।

ভারত স্কোরবোর্ডে ৬০১ তুলে ডিক্লেয়ার করার পরে প্রথম ইনিংসে ২৭৫ রানের বেশি তুলতে পারেনি প্রতিপক্ষ। চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আরও শোচনীয় অবস্থা দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের। গোটা ইনিংসে দু-অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন- ডিন এলগার (৪৮), তেম্বা বাভুমা (৩৮), কেশব মহারাজ (২২) এবং ভার্নন ফিলান্ডার (৩৭)। সর্বোচ্চ স্কোর এলগারের। বাকিদের রানের সংখ্যা যথাক্রমে ০, ৮, ৫, ৫, ৯, ৪, ২।

সবমিলিয়ে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে ঘরের মাঠে টানা সিরিজ জেতার রেকর্ডে পেরিয়ে গেল অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া এর আগে টানা ১০টা হোম সিরিজ জিতেছিল। কোহলিরা ঘরের মাঠে টানা ১১তম সিরিজ জয় সম্পন্ন করে ফেলল।

শনিবার তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৭৫ রানে থেমে গিয়েছিল। ৩২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল প্রোটিয়ারা। তবে শুরুর ওভারেই দ্বিতীয় বলে মারক্রামকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ইশান্ত। এরপরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন ষষ্ঠ ওভারে। ঋদ্ধির সুপারম্যান-ক্যাচের সৌজন্যে। ২১ রানেই ২ উইকেট পড়ে যাওয়ার পরে আর ম্যাচে ফিরে আসতে পারেনি প্রোটিয়াজরা।

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ডুপ্লেসিরা। অষ্টম উইকেটে তেম্বা বাভুমা ও ফিলান্ডার ৫৬ রান স্কোরবোর্ডে যোগ না করলে দেড়শোর আগেই থেমে যেত দক্ষিণ আফ্রিকান ইনিংস। উমেশ যাদবের বলে ফিলান্ডার ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে বিদায় নিতেই প্রতিরোধ শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার।

  • সর্বশেষ
  • পঠিত