ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

মুমিনুলের বিদায়ে ভাঙলো প্রতিরোধ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৩:৩১  
আপডেট :
 ১৪ নভেম্বর ২০১৯, ১৪:৪৪

মুমিনুলের বিদায়ে ভাঙলো প্রতিরোধ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জয় পেলেও শেষ দুই ম্যাচ হেরে ভারতের মাটিতে ইতিহাস গড়তে পারেনি বাংলাদেশ। তাই টেস্ট সিরিজের দিকে বাড়তি নজর থাকবে টাইগারদের।

তবে টেস্ট চ্যাম্পিয়নশীপ খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে টাইগার দুই ওপেনার। ভারতীয় বলের পেসের সামনে দাঁড়াতেই পারেনি দুই ওপেনার সাদমান ও ইমরুল। দলীয় ১২ রানে ঈশান্ত শর্মার বলে সাহার ক্যাচ হয়ে ফিরেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা ইমরুল কায়েস (৬)। স্কোরকার্ডে আর কোন রান যোগ না হতেই সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার সাদমান (৬)। উমেশ যাদবের বলে রাহানের তালুবন্দী হয়ে ফিরেছেন তিনি।

দ্রুত দুই উইকেটের পর মিথুন-মুমিনুলে ধীরেসুস্থেই খেলছিল বাংলাদেশ। কিন্তু দুজনের জুটিতে মাত্র ১৯ রান হতেই শামির বলে এলবির শিকার হতে হলো মিথুনকে। সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ১২ রান তুলেছেন তিনি।

প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মুশফিক-মুমিনুলের ৬৮ রানের জুটিতে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু লাঞ্চের পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন দলপতি মুমিনুল। ৮০ বলে ৩৭ রান তুলতেই অশ্বিনের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৯ রান। ক্রিজে মুশফিকের সাথে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরে শুরু হয়েছে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ফেললেও ইন্দোরের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা।

বাংলাদেশ একাদশ:

ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ:

মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।

  • সর্বশেষ
  • পঠিত