ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

বধির শিশু প্রথমবার শুনল মায়ের কণ্ঠ (ভিডিও)

বধির শিশু প্রথমবার শুনল মায়ের কণ্ঠ (ভিডিও)

ছোট্ট একটি বাচ্চা। জন্ম থেকে কানে শোনে না। কোনওরকম আওয়াজেই সে সাড়া দেয় না। চিকিৎসকরা প্রাথমিকভাবে ভেবেছিলেন, ফ্লুইড ব্লকের কারণেই শ্রবণ নেই বাচ্চাটির। কিন্তু কিছুদিন পেরতে বোঝা গেল শিশু জন্মবধির। কিন্তু মা থেমে থাকেননি।

বাচ্চাটির নাম চার্লি কিন। ২০১৭ সালে সে পৃথিবীর আলো দেখে। কিন্তু যখন বোঝা গেল শিশুটি শুনে না, তখন তার মা-বাবা কৃত্রিম উপায়ে শিশুটির শ্রবণশক্তি ফেরানোর ব্যবস্থা করেন। দেয়া হয় যন্ত্র। আর তারপরই প্রথমবার মায়ের গলার আওয়াজ শুনতে পায় শিশুটি। আর তাতেই তার মুখে ফুটে উঠল যে অভিব্যক্তি, তা এককথায় অমূল্য।

শিশুটির মা ক্রিস্টি জানাচ্ছেন, শিশুটির মুখে এরকম অভিব্যক্তি তিনি আগে কখনও দেখেননি। তার গলার আওয়াজ শোনার পর চার্লির মুখে যে হাসি দেখা গিয়েছে, যেভাবে সে ঠোট ফুলিয়ে উঠেছে তার ব্যাখ্যা নেই মায়ের কাছে। তাইতো সেই হাসি বারবার দেখার জন্য প্রায় প্রতিদিনই শিশুটির কানে ‘হিয়ারিং এড’টি পরিয়ে দেন ক্রিস্টি।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত