ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

দেশের কোনও রাস্তায় বাঁশের সাঁকো থাকবে না: মায়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১৪:৪০  
আপডেট :
 ০৯ মার্চ ২০১৮, ১৫:০৪

দেশের কোনও রাস্তায় বাঁশের সাঁকো থাকবে না: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের কোনও রাস্তায় বাঁশের সাঁকো থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক ইউনিয়নে দু’টি করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আরও ১৫ হাজার ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে।

শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ও বাগানবাড়ি ইউনিয়নে নির্মিত দু’টি করে চারটি ব্রিজ-কালভার্টের উদ্বোধন উপলক্ষে মোহনপুর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মায়া বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে রাজাকারমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে শপথ নিতে হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কে বি এম জাকির হোসেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ গিয়াস আহমেদ সাধারণ সম্পাদক বিএইচএম কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত