ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

হুইপ আতিককে দুদকের জিজ্ঞাসাবাদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১২:৩৯  
আপডেট :
 ১৭ এপ্রিল ২০১৮, ১৩:১৯

হুইপ আতিককে দুদকের জিজ্ঞাসাবাদ

দুর্নীতির অভিযোগে সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিন।

দুদক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল আতিককে তলব করে চিঠি পাঠানো হয়েছিল।

শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগের পর অনুসন্ধান শুরু করে দুদক।

শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ বাণিজ্য এবং টিআর-কাবিখা প্রকল্পে দুর্নীতি এবং স্কুল কলেজের এমপিওর টাকা আত্মসাতের মাধ্যমে নামে বেনামে সাতকোটি টাকার মালিক হয়েছেন। এসব অর্থ দিয়ে তিনি রাজধানী এবং নিজ নির্বাচনী এলাকায় গড়ে তুলেছেন একাধিক বাড়ি।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত