ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ০৯:২৭  
আপডেট :
 ২৬ এপ্রিল ২০১৮, ০৯:৩৯

৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ সুনামগঞ্জের তাহিরপুর চারাগাঁও সীমান্ত থেকে চার বাংলাদেশিকে আটক করেছে।

বুধবার সন্ধ্যায় ১১৯৫ সীমান্ত পিলার এলাকা থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ৪ বাংলাদেশি শ্রমিকরা হলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন, লাল চাঁন মিয়া, সুজন মিয়া এবং সচিণ্ড দাস।

আটককৃতদের পরিবার জানায়, বুধবার বিকেলে ১১৯৫ মেইন পিলার সংলঘ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে চেকপোস্ট নির্মাণের জন্য ওই চার বাংলাদেশিকে কাজে লাগায় বিএসএফ। কাজ চলার এক পর্যায়ে বিএসএফের বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে।

চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মোনায়েম খান জানান, আটকৃতদের ফেরত আনার চেষ্টা চলছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত