ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

মুন্সীগঞ্জে লরিসহ বেইলি ব্রিজ ধস, যোগাযোগ বন্ধ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৬:৪৭

মুন্সীগঞ্জে লরিসহ বেইলি ব্রিজ ধস, যোগাযোগ বন্ধ

বালিগাঁও-লৌহজং-মাওয়া ঢাকা সড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া ছাতা মসজিদ বেইলি ব্রিজটি ধসে পড়েছে। এতে লৌহজং উপজেলা সদর এবং আশপাশের এলাকার সাথে ঢাকার সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে সিমেন্টভর্তি ১০ চাকার লরিটি ঢাকা থেকে লৌহজংয়ে আসার পথে ব্রিজটিতে উঠামাত্র বিকট শব্দে লরিসহ ব্রিজটি খালে ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সর্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।

এদিকে ব্রিজটি ধসে পড়ায় ওই সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চলাচলরত মানুষ ভোগান্তিতে পড়েছে। আটকা পড়েছে পণ্যবাহী অনেক পরিবহনও।

সড়কটির দায়িত্বে থাকা সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী মো. ছালাউদ্দীন জানান, পাঁচ টনের ঊর্ধ্বে এই সেতু দিয়ে চলাচলে নিষেধ। কিন্তু ভোর বেলা গোপনে লৌহজংগামী অতিরিক্ত ওজনের সিমেন্টবাহী লরি পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই ব্রিজ ধসে পড়ায় লৌহজং ও পশ্চিম টঙ্গীবাড়ি অঞ্চলের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

লরিটি উদ্ধার করে দ্রুত ব্রিজটি মেরামতের চেষ্টা চালানো হবে জানালেও কবে নাগাদ এটি সচল হবে তা এখনই নিশ্চিত করেননি তিনি।

  • সর্বশেষ
  • পঠিত