ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

হাটহাজারীতে হচ্ছে ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ২১:৫০

হাটহাজারীতে হচ্ছে ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে চট্টগ্রামের হাটহাজারীতে আধুনিক ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন নির্মিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এ প্রকল্পের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলার জন্য প্রকল্প প্রণয়নের কাজ চলছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের মন্দাকিনি বন বিট এলাকায় এ ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন নির্মাণ করা হবে।

প্রকল্পের শুরুতে অফিস স্থাপনা ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। পরে পার্কে মানুষের বিনোদন ও ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে শিশুকর্নার।

ইকোপার্কের পাশাপাশি বোটানিক্যাল গার্ডেনে বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছের বাগান, বিভিন্নজাতের বাঁশের বাগান, শোভা বর্ধনকারী গাছ ও ফুলের বাগান গড়ে তোলা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত