ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

বেনাপোলে ২টি স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৫:৩৮  
আপডেট :
 ০৮ অক্টোবর ২০১৮, ১৫:৪৮

বেনাপোলে ২টি স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

বেনাপোলে সাইফুল ইসলাম রাজীব (২৬) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে ২শ’ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।

সোমবার সকালে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে স্বর্ণের বার দুটি পাওয়া যায়। আটক সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার মইকুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর ইঅ-০২২৭৮৪৫।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে তার শরীরে স্বর্ণবার বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে সে তার ব্যাগে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করে। এ সময় তার ব্যাগ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার দর প্রায় ১২ লাখ টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক নিপুন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপার্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কে

  • সর্বশেষ
  • পঠিত