ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৯:৩৮  
আপডেট :
 ০৯ অক্টোবর ২০১৮, ১৯:৪০

কুষ্টিয়ায় কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০% কোটা পুনর্বহালের দাবিতে কুষ্টিয়ার মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ঈগল চত্ত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করে ঈগল চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ করে তারা। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল্লাহ আল মতিন লোটাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, নজরুল করিম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, এনামূল হক বিশ্বাস, আব্দুল্লাহ, মহাম্মদ আলী, আশকর আলী, রাহাত আলী, লুৎফর রহমান, কুতুব উদ্দিন, সন্তান কমান্ডের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০% কোটা পুনর্বহালের দাবি জানায়। সমাবেশে উপজেলার প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত