ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

কিশোরগঞ্জের ইটনায় ভয়াবহ অগ্নিকান্ড

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ০০:৫৭

কিশোরগঞ্জের ইটনায় ভয়াবহ অগ্নিকান্ড

কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার চৌগাঙ্গা ইউনিয়নের কমলভোগ গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মূল্যবান মালামালসহ চারটি বসত ঘর সম্পূর্ণ এবং দু’টি বসত ঘর আংশিক পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।

তাৎক্ষনিকভাবে শত-শত এলাকাবাসী এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়ায় এ পাড়ার অন্তত ৫০টি বসত ঘর রক্ষা পায়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কমলভোগ গ্রামের গোলাম মস্তোফা ওরফে গোলাপ মাস্টারের পরিবারের একটি শিশু সকলের চোখ ফাঁকি দিয়ে রান্না ঘরে গিয়ে চুলা থেকে একটি জ্বলন্ত লাকড়ি বের করে খেলা করার সময় এ আগুনের সূত্রপাত ঘটে। পরিবারের লোকজন টের পেয়ে দৌঁড়ে বসত ঘর সংলগ্ন রান্না ঘরে যাওয়ার আগেই আগুনের লেলিহান শিখা আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এ আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে রতন, মাহবুব, আবুল নামে তিন কিশোর ও যুবকের অবস্থা গুরুতর।

অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ জামান (বিপিএম) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত