ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

পদ্মা সেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১১:২৪  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০১৮, ১৪:১০

পদ্মা সেতুর নামফলক উন্মোচন

দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুর মাওয়া প্রান্তের নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা সোয়া ১১টার দিকে সেখানে পৌঁছান তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সোয়া ১১টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেন। এসময় ৮ লেন মহাসড়কের ঢাকা-মাওয়া এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশের অগ্রগতিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এর পর বেলা সাড়ে ১১টায় পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

এদিকে দুপুরে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকাল পৌনে ৩টায় শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নামফলক উম্মোচন এবং পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

এরপর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচর এলাকার কাঁঠালবাড়ীতে ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন শেখ হাসিনা।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত