ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করছে ইসরায়েল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৭, ২০:২০

ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করছে ইসরায়েল

জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহের শেষের দিকে ইউনেস্কো থেকে তার দেশের নাম প্রত্যাহারের জন্য ইউনেস্কোতে নিযুক্ত ইসরায়েলি দূতকে নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার এই সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।

তিনি বলেন, আমি মনে করি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতদুষ্ট এবং অযৌক্তিক মনোভাবের কারণে সংগঠনটি থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন। এ সময় ইউনেস্কোকে 'ইসরায়েল বিরোধী শক্তি' হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জাতিসংঘের এ সংস্থাটি পশ্চিম তীরের হেবরনের ওল্ড টাউনকে মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তীর্থযাত্রীদের পবিত্র স্থান হিসেবে ফিলিপাইনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। এর জেরে ইসরায়েলে ব্যাপক প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার জেরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ব্যাপক সমালোচনার মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহু ইউনেস্কো থেকে নিজের দেশের নাম প্রত্যাহারের কথা জানান।

সূত্র: জেরুজালেম পোস্ট

  • সর্বশেষ
  • পঠিত