ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নয়াদিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৭

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ০৮:০৯  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০১৮, ০৯:২৫

নয়াদিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৭

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় আগুন লাগার ঘটনায় ১০ নারীসহ কমপক্ষে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপির।

খবরে জানানো হয়, নয়াদিল্লির উত্তরাঞ্চলীয় বাওয়ানা শিল্প এলাকায় প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় এ আগুন লাগে। কারখানার তিনতলা ভবনের বেসমেন্ট আগুনের সূত্রপাত।

নগরের জরুরি সেবার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, কারখানার ভবনটির বেসমেন্টের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ওপরের দিকে উঠতে থাকে। এতে কারখানার প্রায় ২৪ জন শ্রমিক ওপরে আটকা পড়েন। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে এর তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেন, হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত