ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ইরানপন্থী চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আদালত

ইরানপন্থী চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আদালত

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চার সৌদি নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সে দেশের এক ফৌজদারি আদালত। বৃহস্পতিবার স্থানীয় এক সরকারি সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সেখানে বলা হয়, ওই চারজন সৌদির ‘বিখ্যাত ব্যক্তিদের’ খুনের ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-একবারিয়া টেলিভিশন চ্যানেল বলছে, ইরানের পক্ষে কাজ করায় দেশের চার ‘সন্ত্রাসীকে’ মৃত্যুদণ্ড দিয়েছে স্থানীয় এক ফৌজদারি আদালত।

ওই টিভি চ্যানেল আরও জানায়, ওই চারজন ইরান থেকে প্রশিক্ষণ নিয়েছিল এবং তারা সৌদি আরবের প্রখ্যাত লোকজনকে হত্যার পরিকল্পনা করেছিল।

সৌদি সরকার- সংশ্লিষ্ট গণমাধ্যম আরও জানায়, মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই চার ব্যক্তি ইরানে একটি পর্যটন কার্যালয়ের মাধ্যমে ইরানে পৌঁছায়। সেখানে তারা ইরানের ইসলামিক রেভুলিউশনারী গার্ড কর্পস থেকে প্রশিক্ষণ নেয়।

প্রসঙ্গত, পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেয়া দেশগুলোর একটি সৌদি আরব। ২০১৪ সালে থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬০০ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সন্ত্রাসবাদ থেকে শুরু করে ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারসহ নানাবিধ অপরাধে সেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়ে থাকে।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত