ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিয়ের জন্য যেতেই পারেন এই দ্বীপে!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০১৮, ১৬:২২  
আপডেট :
 ০৫ মে ২০১৮, ১৬:৪৪

বিয়ের জন্য যেতেই পারেন এই দ্বীপে!

ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ সাইপ্রাসকে বলা হয় দেবী আফ্রোদিতির জন্মস্থান। আফ্রোদিতিকে সৌন্দর্যের দেবী হিসেবে মানা হয়ে থাকে। আর এই দ্বীপও গড়ে উঠেছে অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে।

প্রতিবছর বহু পর্যটক এখানে চলে আসেন এই সৌন্দর্যের টানে। তবে আপনি শুনে অবাক হবেন আরো একটি কারণে এখানে পর্যকটদের সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। আর সেটি হলো বিয়ে!

ইউরোপ মহাদেশের অন্তর্গত এই দ্বীপে ইজরায়েল এবং লেবানন থেকে প্রায় ৩০০০ এর উপর প্রেমিক-প্রেমিকা প্রতি বছর এখানে আসেন শুধু বিয়ে করার জন্য। তার কারণ কিন্তু এখানকার অসম্ভব রোমান্টিক পরিবেশই শুধু নয়, সেইসঙ্গে এখানে বিয়ের খরচও অনেক কম। এছাড়া সাইপ্রাসে বিয়ে করতে গেলে সময়ও লাগে মাত্র ১৫ মিনিট।

শুধু মধ্যপ্রাচ্যের প্রেমিক প্রেমিকারাই নন, কম খরচে বিয়ে করতে এখানে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশের হবু বর-বউরা।

আর আপনি যদি বিয়ে না করে থাকেন তবে প্রস্তাবটা রেখে দেখতে পারেন আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে। তাছাড়া শুধুই বিয়ে তো নয়, সঙ্গে থাকছে সাইপ্রাসের রোমান্টিক পরিবেশে হনিমুন সেরে আসার সুযোগও।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত