ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

যে গ্রামের বাসিন্দা মাত্র ৫ জন!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৩:৫৩  
আপডেট :
 ১৭ জুন ২০১৮, ১৩:১১

যে গ্রামের বাসিন্দা মাত্র ৫ জন!

এই গ্রামটি পরিত্যক্ত হয়েছিল অনেক আগেই। খালি পড়েছিল গ্রামের বাড়ি-ঘর, পথ-ঘাট। অনেকেরই ধারণা ভূত থাকে এই গ্রামে। কিন্তু ক্রমে সেই ‘ভূতুড়ে’ গ্রামটিই হয়ে উঠল পর্যটক-আকর্ষণের কেন্দ্রবিন্দু।

পূর্ব চীনের শেংশান দ্বীপের গ্রাম হোউতোউওয়ানে এক সময়ে ছিল ৩,০০০ জন মৎস্যজীবী। ১৯৯০ সালের দিকে এই গ্রামের বাসিন্দারা শহরের আকর্ষণে গ্রাম ছাড়তে শুরু করেন এবং একসময়ে গ্রামটি জনহীন হয়ে পড়ে।

বিবিসি-র এক খবরে বলা হয় বর্তমানে এই জনপদে মাত্র ৫ জন মানুষ বাস করেন। সাংহাই থেকে ৫৫ মাইল দূরে অবস্থিত হোউতোউওয়ান জনশূন্য হলেও এখন চীনের একটি নামকরা পর্যটনক্ষেত্র এটি।

নির্জন গ্রামটির সব কয়টি বাড়িকেই ঢেকে ফেলেছে সবুজ লতা। পুরো গ্রামটিই যেন ঢাকা পড়ে গিয়েছে মায়াবি সবুজে। আর এই সবুজের খেলা দেখতেই পর্যটকরা ভিড় জামাচ্ছেন এখানে।

এই কারণেই ব্যস্ত শহর সাংহাই এই গ্রামটিকেই বেছে নিয়েছে তার পর্যটনক্ষেত্র হিসেবে। তাদের সুবিধার জন্য এখানে খোলা হয়েছে বড় বড় রেস্তোরা ও থাকার জায়গা।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত