ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কেমন হবে আপনার বই পড়ার রুম?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৮:১২

কেমন হবে আপনার বই পড়ার রুম?

বইয়ের প্রতি ভালোবাসা নেই এমন মানুষ পাওয়াই দায়। ব্যস্ততা শেষে একটু শান্তির জন্য বেছে নেয়া যায় বই। কিন্তু তার জন্য কিছু প্রস্তুতি তো চাই। আপনার ঘরটি ছোট হোক বা বড় তৈরি করে ফেলুন একটি রিডিং কর্নার।

বই পড়ার জন্য আরামদায়ক চেয়ার ব্যবহার করতে হবে। তবে অনেকেই পছন্দ করেন টেবিলে বই রেখে পড়তে। আবার কেউ শুয়ে বই পড়েন। যেভাবে আপনি আরামবোধ করবেন, আপনার পড়ার জায়গাটি হওয়া দরকার তেমনি।

সুন্দর ডিজাইনের চেয়ার ও টেবিলে বসতে পারেন। সেটি হতে পারে কাঠ কিংবা প্লাস্টিকের। চাইলে মেঝেতে শীতলপাটি, শতরঞ্জি বা কার্পেট বিছিয়ে তাতে রাখুন নরম কুশন। তাছাড়া টাঙিয়ে নিতে পারেন দোলনা বা হ্যামক, ইজি চেয়ার।

পড়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত আলো। প্রাকৃতিক আলোর পাশাপাশি আপনার পড়ার জায়গাটিকে ল্যাম্প শেড ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত আলোর কারণে চোখের ক্ষতি হতে পারে।

আপনার পড়ার জায়গায় একটু সবুজের ছোঁয়া থাকলে খারাপ হয় না। রাখতে পারেন পছন্দসই গাছের টব।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত