ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

গৃহঋণ পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা?

  মো. আলী এরশাদ হোসেন আজাদ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:০১

গৃহঋণ পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা?

দেশে শিক্ষকদের সিংহভাগই এমপিওভুক্ত। তারা স্কেল অনুযায়ী বাড়িভাড়া, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখিভাতা, পূর্ণাঙ্গ মেডিক্যাল ও উৎসবভাতা পান না—পদোন্নতি, স্বেচ্ছা অবসর, বদলি সুবিধাসহ অসংখ্য বঞ্চনার শিকার।

৩০ জুলাই ’১৮-র প্রজ্ঞাপন অনুযায়ী গৃহঋণ সুবিধা সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য। অথচ একথাও সত্য, এমপিওভুক্তগণ সরকারের রাজস্বখাত থেকেই নিয়মিত পারিতোষিক পান। তারা সরকারের কাছ থেকে যৎমান্য অবসর সুবিধা পেয়ে থাকেন। তারা সব জাতীয় বেতনস্কেলের সুবিধা পেয়েছেন।

তাদের রয়েছে সামাজিক মর্যাদা ও পেশাগত অবস্থানজনিত বিশ্বস্ততা। তারাও আয়কর দেন। তারা ঠিকানবিহীন, ভাসমান পেশাজীবী নন। তাই এমপিওভুক্তগণ গৃহঋণের যৌক্তিক দাবিদার। বাসস্থান সবার মৌলিক অধিকার এবং আমাদের সাংবিধানিক দায়—সবার সমান সুযোগ। অতএব প্রত্যাশা, এমপিওভুক্তগণ শিগগিরই গৃহঋণ সুবিধা পাবেন।

লেখক: সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ

  • সর্বশেষ
  • পঠিত