ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মওদুদের প্রতিক্রিয়া

আপিল বিভাগের আদেশ অপ্রত্যাশিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১১:২৪  
আপডেট :
 ১৯ মার্চ ২০১৮, ১৪:০২

আপিল বিভাগের আদেশ অপ্রত্যাশিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতাদেশের সময় বাড়িয়ে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এ নেতা বলেন, আমরা এমনটি প্রত্যাশা করিনি, ভাবিওনি। এটি অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ আদালত গ্রহণ করবেন, এ ঘটনা নজিরবিহীন। আমরা আইনি লড়াই ও রাজপথে লড়াই চালিয়ে যাব।

বিএনপি নেত্রীর আরেক আইনজীবী জয়নুল আবেদীনও আপিল বিভাগের দেয়া আদেশকে নজিরবিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আদালত জামিন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেননি। এটি নজিরবিহীন আদেশ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগ। আগামী ৮ মে পর্যন্ত জামিন স্থগিত করেছেন আদালত।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত