ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচন

এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে নির্বাচনি কর্মকর্তা নিয়োগে আপত্তি জাপার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৩:২৩  
আপডেট :
 ১৮ জুলাই ২০১৮, ১৪:১৩

এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে নির্বাচনি কর্মকর্তা নিয়োগে আপত্তি জাপার

কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসারসহ অন্য কোনো নির্বাচনি দায়িত্বে নিয়োজিত করার বিরোধিতা জানিয়েছে জাতীয় পার্টি। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সব ধরনের নির্বাচনি কর্মকর্তা হিসেবে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে দলটি।

দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে বুধবার একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায়।

লিখিত আবেদনে জাতীয় পার্টি বলেছে, এসব কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ করলে নির্বাচন কোনোভাবেই নিরপেক্ষ হবে না।

প্রসঙ্গত, এই আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ মাঈদুল ইসলামের মৃত্যুতে গত ১০ মে এই আসনটি শূন্য হলে গত ১০ জুলাই নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এমএ মতিন ও জাতীয় পার্টি মনোনীত অধ্যাপক ডা. আককাছ আলী সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত