ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ফুটবল ক্লাবে অনুশীলন করছেন বোল্ট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০১৮, ১৫:৪৭

ফুটবল ক্লাবে অনুশীলন করছেন বোল্ট

ম্যানচেস্টার ইউনাইডের ভক্ত তিনি। অ্যাথলেটিক্সকে বিদায় জানানোর পর পেশাদার ফুটবলে আসার চেষ্টা করে যাচ্ছেন উসাইন বোল্ট। জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার এখন নরওয়ের ফুটবল ক্লাব স্ট্রামগডসেটে অনুশীলন করছেন।

ক্লাবটির অনূর্ধ্ব ১৯ ফুটবলারদের সঙ্গে বুধবার অনুশীলন করেন বোল্ট। তাকে ড্রেসিংরুমে পেয়ে আত্মহারা হয়ে যায় ক্লাবের জুনিয়র ফুটবলাররা। বোল্টের আশা ক্লাবের অনূর্ধ্ব ১৯ ফুটবলারদের সঙ্গে বেশকিছু ফ্রেন্ডলি ম্যাচে তিনি অংশ নিতে পারবেন। বোল্ট বলেছেন, ‘‌আমি চেষ্টা করে যাচ্ছি। পেশাদার ফুটবল খেলতে চাই। নিশ্চয়ই আমাকে কোনও না কোনও ক্লাব সে সুযোগ দেবে।’‌

গত মার্চে বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডেও অনুশীলন করেছিলেন বোল্ট। কিন্তু নজর কাড়তে পারেননি। এবার নরওয়ের ক্লাবে অনুশীলন করার সুযোগ পেয়েছেন অলিম্পিকে ৮টি সোনার মালিক। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর জাস্টিন ফ্লো জানিয়ছেন, ‘‌আমরা ফুটবলারদের বলেছিলাম, একজন নতুন আমাদের অনুশীলনে আসবে। কিন্তু ড্রেসিংরুমের দরজা খোলার পর বোল্ট যখন প্রবেশ করল, ফুটবলাররা বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাঁরা বিশ্বাস করতে পারছিল না যে সামনে বোল্ট দাঁড়িয়ে আছে।’‌

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেও বোল্টের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

  • সর্বশেষ
  • পঠিত