ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

তিন রানের আফসোসে পুড়লেন কোহলি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১১:০৪

তিন রানের আফসোসে পুড়লেন কোহলি
মাত্র ৩ রানের আফসোসে পুড়ে মাঠ ছাড়ছেন কোহলি

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে ইতিমধ্যেই সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছিল ভারতকে। তবে ট্রেন্টব্রিজে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনটি ভালো করার পাশাপাশি রান পেলেন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেরা। যদিও সেঞ্চুরির দেখা পাননি কেউই। আর মাত্র ৩ রানের জন্য আফসোসে পুড়তে হলো কোহলিকে।

শনিবার টস হেরে ব্যাট করতে নেমে এদিন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ৬০ রানের উদ্বোধনী জুটি ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল। তবে ব্যক্তিগত ৩৫ ও ২৩ রানে ক্রিস ওকসের শিকার হয়ে মাঠ ছাড়েন দু’জনেই। কিছুক্ষণ পর ফের ওকসের হামলায় চেতশ্বর পুজারাকে

(১৪) হারিয়ে খারাপ কিছুর সম্ভাবনা তৈরি হয় ভারতের।

তবে চতুর্থ উইকেট জুটিতে সব শঙ্কা দূর করে দেন অধিনায়ক কোহলি ও রাহানে। ১৫৯ রানের জুটি গড়েন তারা। ৮১ রানে রাহানেকে অ্যালিস্টার কুকের দারুণ এক ক্যাচে ফেরান স্টুয়ার্ট ব্রড। অন্যদিকে সেঞ্চুরির খুব কাছে গিয়েও ব্যর্থ হলেন কোহলি। ৯৭ রানে আদিল রশিদের স্পিন ঘূর্ণিতে নাকাল হন তিনি। ১৫২ বলে ১১টি চারে নিজের ইনিংস সাজান তিনি। শেষ দিকে হার্দিক পান্ডিয়াকে বিদায় করেন জেমস অ্যান্ডারসন।

অপরপ্রান্তে রিশ্যাব প্যান্ট অপরাজিত থাকেন ২২ রানে। ফলে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান করে ভারত।

ইংলিশ বোলারদের মধ্যে ওকস নিয়েছেন ৩টি উইকেট। আর অ্যান্ডারসন, ব্রড ও রশিদ একটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ জার্নাল/এনএস

  • সর্বশেষ
  • পঠিত