ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

১০ বছর আগেই পৃথ্বীকে নিয়ে নিশ্চিত ছিলেন শচীন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৮, ১৬:১৮

১০ বছর আগেই পৃথ্বীকে নিয়ে নিশ্চিত ছিলেন শচীন

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এবং পঞ্চম টেস্টে দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার পৃথ্বী শাহ। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছিলেন আঠারো বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু এই পৃথ্বী যে একদিন ভারতীয় দলের হয়ে খেলবেন সেই ভবিষ্যদ্বাণী অনেক আগেই করেছিলেন সাবেক ভারতীয় তথা ক্রিকেটের কিংবদন্তী শচীন টেন্ডুলকার। সেটিও প্রায় দশ বছর আগে।

পৃথ্বীর কথা প্রথম এক বন্ধুর কাছে শুনেছিলেন বলে জানিয়েছেন টেন্ডুলকার, ‘প্রায় ১০ বছর আগের কথা। একদিন আমার এক বন্ধু এসে বলল, আমি যেন কিশোর পৃথিবীর খেলা দেখি। ও অনুরোধ করেছিল, পৃথিবীর খেলার ধরন দেখে ওকে যেন কিছু পরামর্শ দিই। আমি ওর সঙ্গে একটা সেশন কাটিয়েছিলাম। ওর নিজের খেলা কীভাবে আরও উন্নত করা যায়, এ ব্যাপারে আমার কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম।’

পরামর্শ দিয়ে শচীন পৃথ্বীকে এটাও বলে, 'নিজের সাধারণ ব্যাটিং স্টাইল কখনও বদলাবে না। তাতে যে যা ইচ্ছে বলুক। কোনো কোচের কথা অনুযায়ী নিজের গ্রিপ একদম বদলাবে না। যদি কেউ জিজ্ঞেস করেন কেন, তা হলে তাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। কোচিং ভালো কিন্তু কোনো খেলোয়াড়ের মধ্যে জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়।'

  • সর্বশেষ
  • পঠিত