ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫২

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নেমেছে দুই দল।

ব্যাটিংয়ে নেমে সাবধানী হয়েই খেলছিলেন দুই ওপেনার। দলীয় ১৫ রানে ভুবনেশ্বর কুমারের বলে পুল করতে গিয়ে কেদার যাদভের ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন লিটন দাশ। ফেরার আগে ১৬ বল খেলে ৭ রান তুলেছেন তিনি। দলীয় স্কোরকার্ডে ১ রান যোগ হতেই বুমরাহের বলে ধাওয়ানের ক্যাচ হয়ে ফেরেন শান্ত। এরপর মুশফিক-সাকিবে প্রাথমিক ধাক্কা সামলিয়ে নিচ্ছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ৪২ রানে জাদেজার বলে অহেতুক শট খেলে ধাওয়ানের তালুবন্দী হন সাকিব। সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৭ রানে।

১৬তম ওভারে জাদেজার বলে ব্যক্তিগত ৯ রানে এলবির ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। দলীয় ৬০ রানের মাথায় বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়। ১৮তম ওভারের শেষ বলে বিদায় নেন মুশফিকুর রহিম। জাদেজার বলে চাহালের তালুবন্দি হওয়ার আগে মুশফিক ৪৫ বলে করেন ২১ রান। দলীয় ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ-মোসাদ্দেকে বাংলাদেশ যখন ভরসা পেতে শুরু করলো তখন দলীয় ১০১ রানে ভুবনেশ্বর কুমারের এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০১ রান।

চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে ভারত। আর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে পাজরের ব্যথা নিয়ে খেললেও আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে ছিলেন মুশফিকুর রহিম। এছাড়া মোস্তাফিজুর রহমানকেও রাখা হয় বিশ্রামে। দুজনই ফিরছেন ভারতের বিপক্ষে ম্যাচে। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী আফগানিস্তান ম্যাচের মতোই তরুণ নাজমুল হাসান শান্ত থাকবেন।

বাংলাদেশের একাদশ:

মাশরাফি বিন মর্তুজা, লিটন দাশ (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

  • সর্বশেষ
  • পঠিত