ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২০, ২২:১০

গোপালগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ওজনে কারচুপি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বিকালে মুকসুদপুর উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

শামীম হাসান জানান, সোমবার বিকালে মুকসুদপুর উপজেলার সদর বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওজনে কারচুপি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, এবং মেয়াদোত্তীর্ণ নষ্ট ও পঁচা খাদ্যদ্রব্য বিক্রির দায়ে বিভিন্ন অংকে ৪ প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলুসহ মুকসুদপুর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত