ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বইয়ের ওপর নজরদারি থাকবে পুলিশের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৭:৫৮

বইয়ের ওপর নজরদারি থাকবে পুলিশের
অমর একুশে গ্রন্থমেলা। ফাইল ছবি

অমর একুশে গ্রন্থমেলায় কোন ধরনের বই প্রকাশ করা যাবে আর কোনটি যাবে না, তা পুলিশের নজরদারিতে থাকবে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বইমেলার আয়োজক বাংলা একাডেমি হলেও পুলিশ এই আয়োজনের অংশ হয়ে গেছে। বইমেলা ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন বই মেলায় থাকতে দেয়া যাবে না।

উল্লেখ্য, গত বছরও বাংলা একাডেমির সার্ভেইল্যান্স টিম ও পুলিশের গোয়েন্দারা মেলায় আসা বইয়ের বিষয়বস্তুর ওপর নজরদারি করে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত